ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিল্প-সাহিত্য

তোমরা সুখে থাকো | মৃন্ময় মন্ডল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৭, নভেম্বর ১৬, ২০১৭
তোমরা সুখে থাকো | মৃন্ময় মন্ডল তোমরা সুখে থাকো | মৃন্ময় মন্ডল

তোমরা সুখে থাকো ভালো থাকো লালসবুজের ছায়াতলে

লাল সবুজের ছায়াতলে তোমরা সুখে থাকো ভালো থাকো

সব ‘না’-কে হার মানিয়ে দুর্দান্ত দিন দেওয়ালে আঁকো

তোমরা সুখে থাকো ভালো থাকো লালসবুজের ছায়াতলে।

প্রশান্ত মহাসাগরের নীলধোয়া তীরে দাঁড়িয়ে বলছি

তোমরা সুখে থাকো ভালো থাকো লালসবুজের ছায়াতলে।

ভারত মহাসাগরের বিস্তীর্ণ সৈকতে বালুময় শিহরণে

মাউন্টবুলারের শীর্ষে তুষার জমা রোমান্টিকতায়

বীর লালরের মনুমেন্ট স্পর্শ করে বলছি

তোমরা সুখে থাকো ভালো থাকো লালসবুজের ছায়াতলে।

 

মেলবোর্নের নীল আকাশ সবুজ ঘাস স্বাস্থ্যবতী শালিক

সর্ষেফুলের হলদে সাগর এক টুকরো বাংলাদেশ

আমি চিৎকার করে ঘাসে ভেজা দৃঢ়তায় বলছি

তোমরা সুখে থাকো ভালো থাকো লালসবুজের ছায়াতলে।

 

তোমরা সুখে থাকো ভালো থাকো লালসবুজের ছায়াতলে

লালসবুজের ছায়াতলে তোমরা সুখে থাকো ভালো থাকো

সব ‘না’-কে হার মানিয়ে দুর্দান্ত দিন দেওয়ালে আঁকো

তোমরা সুখে থাকো ভালো থাকো লালসবুজের ছায়াতলে।

ধাবমান ক্যাঙারুর সতর্ক চোখে চোখ রেখে বলছি

তোমরা সুখে থাকো ভালো থাকো লাল সবুজের ছায়াতলে।

 

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।