ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

দিল্লি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের পরিবেশনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, নভেম্বর ২৭, ২০১৭
দিল্লি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের পরিবেশনা নৃত্য পরিবেশনা

ঢাকা: দিল্লি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের ১১ তম সম্মেলনে বাংলাদেশের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবার মন জয় করে নিয়েছে। 

দুই সপ্তাহব্যাপী দিল্লির কুতুব মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে গত শনিবার (২৫ নভেম্বর)  নৃত্যশিল্পী মুনমুন আহমেদ দেশাত্মবোধক গানের তালে নৃত্য পরিবেশন করেন। বাউলশিল্পী অঞ্জলী ঘোষ ও সমীর হোসেনের বাউল গান কনকনে শীতের রাতেও আগত দর্শকদের মধ্যে উষ্ণ আমেজ ছড়িয়ে দেয়।

 
 
এর আগে বাংলাদেশের তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের পূজা সেনগুপ্ত ও তার দল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে ‘ওয়াটারনেস’ পরিবেশন করেন।
 
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তার সহধর্মিনী তোহফা জামান আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, আমলা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব স্তরের সংস্কৃতি অনুরাগীরা এ উৎসবে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।