ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি মুনা চৌধুরীর গ্রন্থ প্রকাশ মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
কবি মুনা চৌধুরীর গ্রন্থ প্রকাশ মঙ্গলবার কবি মুনা চৌধুরী

প্রতিশ্রুতিশীল সাহিত্যিক মুনা চৌধুরীর দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর)।

ওই দিন বিকেল পাঁচটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন লেকচার থিয়েটারের নীচতলায় ‘আর সি মজুমদার’ অডিটরিয়ামে কবিতার বই ‘অদৃশ্য জল’ এবং গল্পগ্রন্থ ‘অন্য প্রেম’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনায় বিশিষ্ট সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।

চট্টগ্রামে জন্মগ্রহণকারী কবি ও গল্পকার মুনা চৌধুরী শিক্ষকতার পাশাপাশি সাহিত্য সাধনায় নিয়োজিত রয়েছেন।

এরই মাঝে তার একাধিক গ্রন্থ প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
এমপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।