ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হাজেরা বিবির ১১তম মৃত্যুবার্ষিকী রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
হাজেরা বিবির ১১তম মৃত্যুবার্ষিকী রোববার

ফরিদপুর: লোকগানের কিংবদন্তির শিল্পী, বিচার, মুর্শিদি ও পালাগানের সফল গায়িকা হাজেরা বিবির ১১তম মৃত্যুবার্ষিকী রোববার (১৭ ডিসেম্বর)।

তার স্মরণে বিকেল ৩টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হাজেরা বিবি স্মৃতি সংসদ, ফরিদপুর। সন্ধ্যায় শহরতলীর শোভারামপুরের বাড়িতে দোয়া অনুষ্ঠান এবং সোমবার (১৮ ডিসেম্বর) চর শালিপুর গ্রামের পীর হাবিবুল চিশতির বাড়িতে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হাজেরা বিবির ভক্ত, মুরিদান ও অনুসারী-অনুরাগীদের এ সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন হাজেরা বিবি স্মৃতি সংসদ, ফরিদপুরের সম্পাদক মফিজ ইমাম মিলন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।