ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি কবিতা | আশরাফুল কবীর

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
দু’টি কবিতা | আশরাফুল কবীর দু’টি কবিতা | আশরাফুল কবীর

সজীব মিয়ার এডিটরিয়াল

হেমন্তের ডুব-নিশ্বাসে একদিন কুঠরি ভেঙে জেগে ওঠে ওভারকোট জড়ানো শীতের বিবর্ণ হাওয়া। চালের উপর ঝুলতে থাকা পুরুষ্ট লতাগুলো তাদের সজীব চিত্রনাট্যের পরিচ্ছেদ ধীরে-সুস্থে বদলে ফেলে।

ওদিকে তীব্র অনচ্ছিায়ও রাত-বিরাতে চালের নিচে বদলে যেতে থাকে যখন তখন সওয়ারিতে অভ্যস্ত হওয়া সজীব মিয়ার এডিটরিয়াল। বসন্তের আগাম আবাহনে শীত যখন ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করে তখন রাতের শেষ প্রহরের প্রহেলিকায় স্বল্প বৃত্তান্তও হয়ে উঠে সরস, অকাট্য বর্ণনাময়।

তবে একজন সফল কূটনীতিক জানে ব্রান্ন্ডিবিহীন শীতের রাতেও কীভাবে ক্লান্তি হ্রাস করতে হয় এক মদির চুমোয়।  

বারোমাসি জল

অতঃপর ফেরার সময় হয়ে যায়।

সূর্যাস্তের দিকে ধাবিত হয় সময়ের রেলগাড়ি;

সকাল যায়, দুপুর যায়, ক্রমান্বয়ে রাতও চলে যায়

সময়ের রেলগাড়িটাও চলে যায় একসময়

মনজুড়ে শুধু পড়ে রয় একঝাঁক কোলাহল।

সাথে রয়ে যায় কিছু চোরকাঁটা;

ঢেউ তোলে সঙ্গোপনে -

ছুঁয়ে যাওয়া বারোমাসি জল।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।