সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে ভারত-বাংলাদেশ আর্ট ক্যাম্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রিংলা বলেন, দুই দেশের তরুণদের বন্ধন দৃঢ় করতে চাই আমরা।
এ সময় উপস্থিত ছিলেন, শিল্পী রফিকুন নবী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ।
১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনব্যাপী এ প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান স্থান অধিকার করেন দীদার হোসেন (কবি নজরুল বিশ্ববিদ্যালয়), ২য় স্থান অধিকার করেন রাফাত আহমেদ বাঁধন (জাবি) ও
৩য় স্থান অধিকার করেন তামান্না ইসলাম (ঢাবি)।
এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমজেএফ/