জ্যামাইকান কবি কেই মিলার ১৯৭৮ সালে জন্মলাভ করেন। তিনি একাধারে একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং সর্বোপরি একজন শিক্ষক।
যদি এই ছোট্ট কবিতাটি বিস্তৃত হয়
যদি এই ছোট্ট কবিতাটি
এর প্রথম পঙক্তির বাইরেও বিস্তৃত হয়
তাহলে, ইতোমধ্যেই তা পরাজিত হয়েছে,
হয়ে উঠেছে অন্যকিছু।
এমন কিছু যা রচয়িতার উদ্দেশ্য ছিলো না।
অভব্য, অবাধ্য আর একরোখা,
এর চক্রাকার ভ্রমণের রহস্য শুধু সে-ই জানে,
এর জিহবা স্বতন্ত্র।
রচয়িতার গন্তব্য ভাগ্য-নির্ধারিত।
এমন কবিতা লিখতে আমি শঙ্কিত বোধ করছি—
যা কবির কাছ থেকে পালিয়ে যায়।
যেমন এই কবিতাটির হওয়ার কথা ছিলো
এক-পঙক্তি-দীর্ঘ কিংবা একটিই দীর্ঘ পঙক্তি
যা কিনা মারভিন মরিস এবং তার
সংক্ষেপণ-প্রীতির প্রতি উৎসর্গকৃত।
কিন্তু তা পুরোপুরিভাবে হয়ে উঠেছে অন্যকিছু।
কবিতাটি তার নিজের গান গায়,
পৌঁছে যায় একান্ত উপসংহারে, নিজস্ব সময়ে।
একজন মানচিত্রকরের যা জানা প্রয়োজন
এই দ্বীপে বস্তুসমূহ চঞ্চল।
এমনকি ইতিহাসও।
নির্দ্বিধায় বসে থাকে না ভূ-দৃশ্য
যেন-বা ইজেলের পেছনে অঙ্গবিক্ষেপে
অপেক্ষা করছে
কেউ একজন এঁকে দেবে তার সীমানা
রচনা করবে তার উৎকৃষ্ট অবয়ব কিংবা অদম্য রূপ।
ভূকম্প, ভূমিধ্বস আর নিরেট আক্রোশে
ল্যান্ডমার্ক পাল্টে যায়।
তোমার মুঠোর ফাঁক গ'লে খসে পড়বে গোটা অঞ্চল....
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএনএস