আবিদ আজাদের ৫২ বছরের জীবনে 'ঘাসের ঘটনা' প্রথম কাব্যগ্রন্থ। বের হয় ১৯৭৬ সালে।
চোখের সামনে আজও ভাসে কাঁঠাল বাগানের ঢালে আবিদ ভাইয়ের শিল্পতরু অফিস। দীর্ঘ দিবস ও রজনী আরও বহুজনের সঙ্গে কেটে গেছে সেখানে কাব্য-ঘোরাক্রান্ত সময়। কিশোরগঞ্জের শ্যামলিম মৃত্তিকা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত অতিক্রান্ত তার জীবনের পথে মেঘ হয়ে ভাসছে আমারও নিজস্ব কিছু স্মৃতি।
'তুমি নেই বলে বাংলা কবিতা ব্যথিত হয়ে আছে। ' আবিদ আজাদ সম্পর্কে যথার্থ বলেছেন তার বন্ধু কবি ফারুক মাহমুদ। বলেছেন, 'আবিদ আজাদ, সমকালীন কবিতার বিশিষ্ট কবি। অকালঅবসিত এই কবি চিরকাল মৃত্যুভয়ে ভীতু হয়ে দীর্ঘ রোগযাতনা সয়েছেন। '
একটা সময় এল, মৃত্যুভীতি থাকল না। তার কবিতা হয়ে উঠল শানিত, সোজা, দৃঢ়। মৃত্যুর আগের দিনও লিখলেন কবিতা। কী সাহসী উচ্চারণ:
'চলো আমি প্রস্তুত এখন
ভালো থাকো, ও বন্ধু আমার...'
তাকে স্মরণ করা যায়, তারই রচিত পংক্তিতে, 'ভালো থাকো, ও বন্ধু আমার...। '
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমপি /জেএম.