অনুষ্ঠানটি আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। অনুষ্ঠিত হবে সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
অজিতা গুহ কলকাতার ইস্টার্ন জোন কালচারাল সেন্টার ও শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সঙ্গীত পরিবেশন করেছেন। ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত সাংস্কৃতিক সংগঠন ‘মিলাতি’তে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শ্রোতামুগ্ধ করেন এ শিল্পী। এছাড়াও তিনি বিভিন্ন টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন।
অজিতা গুহ কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কলকাতার রামমোহন মিশন স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে কর্মরত।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এনএইচটি/এএ