ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

তুরস্কে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রদর্শনী উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
তুরস্কে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রদর্শনী উদ্বোধন তুরস্কে বাংলাদেশি চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী। ছবি: বাংলানিউজ

ঢাকা: তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে বাংলাদেশের দু’জন তরুণ সৃজনশীল ও প্রতিশ্রুতিময় চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের স্নাতকোত্তর মেধাবী ছাত্র পারভেজ হাসান এবং নাবিলা নবীর মোট ৫৩টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।

প্রখ্যাত ইজমির চিত্র ও ভাস্কর্য গ্যালারিতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

 

শনিবার (২৯ সেপ্টেম্বর) তুরস্কের আঙ্কারা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইজমিরের চারুকলা ও সংস্কৃতি বিভাগ দূতাবাসকে সহায়তা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক স্থানীয় দর্শক উপস্থিত হন।

আধুনিক চারুকলায় বাংলাদেশের তরুণ ও সম্ভাবনাময় শিল্পীদের পদচারণা তাদের মুগ্ধ করেছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

উল্লেখ্য, তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের স্মৃতি বিজড়িত। নৌবন্দর ও শিল্প নগরী হিসাবে ইজমিরের সুখ্যাতি বহুদিনের।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।