ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

চারুকলার বকুলতলায় ‘শরৎ উৎসব’ শনিবার

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
চারুকলার বকুলতলায় ‘শরৎ উৎসব’ শনিবার

ঢাকা: প্রতি বছরের মতো এবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শরৎ উৎসব’।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শিল্পী মো. নুরুল হকের যন্ত্র সঙ্গীত ‘সন্তুর’ পরিবেশনের মধ্যদিয়ে ‘শরৎ উৎসব ১৪২৫’ এর শুভ সূচনা হবে।

সকালে উৎসবে একক সঙ্গীত পরিবেশন করবেন মহাদেব ঘোষ, অনিমা রায়, লীনা তাপসি খাঁন, সুমন মজুমদার ও বিমান চন্দ্র বিশ্বাস।

 

দলীয় নৃত্য পরিবেশন করবেন নৃত্যজন, নৃত্যাক্ষ, স্পন্দন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)।  

একক আবৃত্তি পরিবেশন করবেন আহকাম উল্লাহ, রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলি।
 
এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করবেন সুর ও বিহার, সুরতীর্থ, বহ্নিশিখা, ঋষিজ ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।

শরৎ উৎসবে অংশগ্রহণ করবেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি ড. নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। উৎসবে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ড. হায়াৎ মামুদ।  

বিকেলে দলীয় সঙ্গীত পরিবেশন করবে স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র, গীত শতদল, সমস্বর ও পঞ্চভাস্কর। দলীয় আবৃত্তি পরিবেশন করবে কন্ঠশীলন ও ঢাকা স্বরকল্পন। একক আবৃত্তি পরিবেশন করবেন রেজীনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপ্পু, মাসুদুজ্জামান, আহসান উল্লাহ তমাল ও আজিজুল বাশার মাসুম।

দলীয় নৃত্য পরিবেশন করবে আঙ্গীকাম, নটরাজ, স্বপ্নবিকাশ কলা কেন্দ্র ও ঘাসফুল নদী শিল্পীগোষ্ঠী। একক সঙ্গীত পরিবেশন করবেন মীরা মন্ডল, ফেরদৌসী কাকলী, রত্না সরকার, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা, আবিদা রহমান সেতু, শিমুল সাহা, সৌরভ, সঞ্জয় কবিরাজ, মাহজাবিন রহমান শাওলী, এস এম মেজবাহ, আঁখি বৈদ্য ও আরিফ রহমান।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এইচএমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।