ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বন্ধন’ ৫ম এক্সিবিশন শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
‘বন্ধন’ ৫ম এক্সিবিশন শনিবার

ঢাকা: বন্ধন’র পঞ্চম ইন্টারন্যাশনাল গ্রুপ এক্সিবিশন আর্ট-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (২৭ অক্টোবর)। 

এদিন দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার অডিটোরিয়ামে এর উদ্বোধন করা হবে। এটি শিল্পকলার গ্যালারি-২ এ প্রদর্শিত হবে।

লিভিং আর্ট-এর আয়োজনে প্রদর্শনীতে সহায়তা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যাক্স গ্রুপ।

প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ ও রনজিৎ দাস, ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ (তুর্য) এবং স্থপতি মোস্তফা খালিদ পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পাপলু।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।