ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সন্ধ্যায় ‘কাঠগড়ায় কবি ফরিদ কবির’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
সন্ধ্যায় ‘কাঠগড়ায় কবি ফরিদ কবির’ কবি ফরিদ কবির, ফাইল ফটো

ঢাকা: কবি ফরিদ কবিরের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘কাঠগড়ায় কবি ফরিদ কবির’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে ‘পাঠক সমাবেশকেন্দ্রে’ এ অনুষ্ঠান হতে যাচ্ছে। এর আয়োজন করেছে কবি ফরিদ কবিরের ৬০ বছর পূর্তি উদযাপন পর্ষদ।

পর্ষদ জানিয়েছে, বিশেষ এই অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ফরিদ কবিরের কবিজীবন’ নিয়ে একটি পর্ব সঞ্চালনা করবেন কবি জুয়েল মাজহার। আর ‘ফরিদ কবিরের সাংবাদিক জীবন’ পর্বটি সঞ্চালনা করবেন সাংবাদিক জ.ই. মামুন।

‘ফরিদ কবিরের বিবিধ জীবন’ পর্বটি সঞ্চালনা করবেন সংগীতশিল্পী সুজিত মুস্তাফা। আরেকটি পর্ব থাকছে ‘ফরিদ কবিরের নারী’ নামে। যেটি সঞ্চালনা করবেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। প্রতিটি পর্বের আলোচনায় অংশ নেবেন দেশের গুণী ব্যক্তিরা।

পোস্ট কার্ডে উপস্থিত সাহিত্যানুরাগীদের লেখা প্রশ্ন থেকে বাছাই করে একটি প্রশ্নোত্তর পর্বও থাকছে। পর্বটি সঞ্চালনা করবেন কবি ফরিদ কবিরের ৬০ বছর পূর্তি উদযাপন পর্ষদের সদস্য সচিব কবি শিমুল সালাহ্উদ্দিন।

এছাড়া আয়োজনের শুরুতে ‘ফরিদ কবির, এক কবির গল্প’ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে সবাইকে। সেইসঙ্গে ফরিদ কবির নিজে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন।

অনুষ্ঠানটিতে অংশ নিতে সাবাইকে আহ্বান জানিয়েছেন কবি শিমুল সালাহ্উদ্দিন।

বাংলাদেশ সময়; ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।