ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘আমার বিজয়ের গল্প’র পুরস্কার পেলেন অর্ধশতাধিক লেখক

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
‘আমার বিজয়ের গল্প’র পুরস্কার পেলেন অর্ধশতাধিক লেখক ‘আমার বিজয়ের গল্প’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে কোনো না কোনো অর্জনের গল্প, বিজয়ের কথা। সেইসব অনন্য অর্জনের গল্প তুলে ধরার মাধ্যমে অন্যদের অনুপ্রেরণা জোগানোর প্রয়াসে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয় ‘আমার বিজয়ের গল্প’।

শনিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষা ও পেশা-পোর্টাল ক্যারিয়ারকেয়ার.কম এবং বাংলাদেশ অরগানাইজেশন ফর স্কিল ডেবেরপমেন্ট (বায়েসড)-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজিত হয়।

‘আমার বিজয়ের গল্প’ প্রতিযোগিতার সেরা লেখক ২০১৮ নির্বাচিত হয়েছেন গাজীপুরের ইজাজ আহমেদ মিলন। ২য় সেরা লেখক নোয়াখালীর ফারহা নূর এবং ৩য় সেরা লেখকের মর্যাদা পেয়েছেন রাজধানীর সজীব মাহমুদ। এছাড়া আয়োজনে আরো প্রায় অর্ধশত লেখককে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, একাত্তরের বিজয়ে যেমন তরুণেরা অবদান রেখেছে আগামীর বাংলাদেশও তরুণেরা গড়ে তুলবে।

অতিথি হিসেবে এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক সম্মাদক তাসমিমা হোসেন, কথাসাহিত্যিক দীপু মাহমুদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপ-পরিচালক মো. আনিসুর রহমানসহ বিশিষ্টজনেরা।

আয়োজন সম্পর্কে আমার বিজয়ের গল্পের আহ্বায়ক, সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক এর উপ-পরিচালক জনাব নাজমুল হুদা জানান, একসাগর রক্তের বিনিময়ে আমাদের সর্বোচ্চ অর্জন ’৭১ এর মহান বিজয়। জাতি হিসেবে এ বিজয় যেমন আমাদের সর্বোচ্চ অর্জন, ঠিক তেমনিভাবে অসাধারণ সব অর্জন আছে সাধারণ মানুষেরও। তাদের সেই গল্প নিয়েই আমাদের এই আয়োজন।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।