ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবরের সফর ǁ সোহেল আমীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
কবরের সফর ǁ সোহেল আমীর

যদিও জীবনটা ভরপুর দিয়ে মায়াজাল,
তবুও চলে যেতে হয় না মেনে সময়কাল।
বেঁধে রাখা যায় না একদম যাওয়ার বেলায়,
নিতেই হয় সবার থেকে সম্পূর্ণ আড়াল।

মালিকের আদেশ-বিনা যুদ্ধে মেনে,
হঠাৎ সব রঙ্গমঞ্চ ছেড়ে
উড়াল দিতে হয় জান পাখিটারে,
অচেনা অজানা এক আসমান।

তাই পালন করোরে সবাই তাঁর
হুকুম আহ্কাম ও আরকান
যাতে যাবার কালে সাথে থাকে
নেক্ ও পুণ্যের ভাণ্ডার।

#

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।