ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

২৭ ফেব্রুয়ারি থেকে নড়াইলে সুলতান মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
২৭ ফেব্রুয়ারি থেকে নড়াইলে সুলতান মেলা শুরু

নড়াইল: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু হবে। চলবে ৮ মার্চ পর্যন্ত।

এরই মধ্যে মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো বেশ সরব হয়ে উঠেছে।  

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১০ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের মেলায় স্থানীয় ৩০-৩৫টি সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বলে বিভিন্ন সূত্রে জানা যায় এরইমধ্যে স্থানীয় সংগঠন মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, ছায়ানট, গ্রেভ, যুগান্তর, সুরধাম, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, চিত্রা থিয়েটার, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন সংগঠনে প্রস্তুতি শুরু করেছে। মেলায় নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করার জন্য নিজ নিজ সংগঠনে প্রস্তুতি নিচ্ছে তারা।

সমাপনী দিনে প্রতি বছরের মতো এবছরও একজন গুণী শিল্পীকে সুলতান পদক দেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।