ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে জীবনানন্দ মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
বরিশালে জীবনানন্দ মেলা শুরু

বরিশাল: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু হয়েছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদার।  

উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মেলায় মোট ৩০টি স্টল স্থান পেয়েছে।

এছাড়া প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে।  

আয়োজক ও দর্শনার্থীরা জানান, এ আয়োজনের মধ্য দিয়ে জীবনানন্দ দাশ শুধু বরিশালেই নয়, সারা দেশ ও সারা বিশ্বে তার যে চিন্তাধারা ছিল তা ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।