ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাতক্ষীরায় ‘মুক্তপ্রাণ’র মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
সাতক্ষীরায় ‘মুক্তপ্রাণ’র মোড়ক উন্মোচন সাতক্ষীরায় ‘মুক্তপ্রাণ’র মোড়ক উন্মোচন। ছবি-বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় অমর একুশের সাহিত্য সংকলন ‘মুক্তপ্রাণ’র মোড়ক উন্মোচন ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে প্রাণকেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান।  

এতে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে ও কালাচান কবি খ্যাত শেখ আবু সালেক চাঁদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ নিমাই মণ্ডল, কবি সৌহার্দ সিরাজ, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, প্রভাষক নাসির উদ্দিন, ইলোরা আরবী, আসাদুজ্জামান আসাদ, মিম মিলন, অনিমেষ বাছাড়, সাকিবুল গাজী, অভিজিৎ কুমার, হিমাদ্রী রহমান, মকবুল হোসেন, মোস্তাফিজুর রহমান ও কবিতা আবৃত্তি করে শিশু শিক্ষার্থী অগ্রঃ (বিসর্গ)।

 

আলোচনা সভায় প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান বলেন, ভাষার জন্য আত্মদানে বাঙালি জাতি ছাড়া আর কোনো জাতির ইতিহাস নেই। যারা আমাদের হত্যা করে ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, সেই পাকিস্তানকেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রতিশ্রুতি দিয়ে ইউনেস্কোর কাছে স্বাক্ষর দিতে হয়েছে।  

সুসাহিত্যিক ও সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ নিমাই মণ্ডল বলেন, একুশের বার্তা অনেক। প্রত্যেককে তা অনুধাবন করতে হবে।   

কবি সৌহার্দ সিরাজ বলেন, ভাষা আন্দোলন পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। ভাষা সৈনিকদের আত্মদানে আমরা গৌরবোজ্জ্বল জাতিতে রূপান্তরিত হয়েছি।  

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র প্রকাশিত অমর একুশের সাহিত্য সংকলন ‘মুক্তপ্রাণ’ এর মোড়ক উন্মোচন করা হয়।  

মুক্তপ্রাণ-এ বায়ান্নের ভাষা আন্দোলনের বীর সৈনিক আব্দুল মতিন ওরফে ভাষা মতিনের ‘ভাষা আন্দোলনের কয়েকটি দিক’ পুনঃপ্রকাশসহ কবি মৃন্ময় মণ্ডলের কবিতা ‘অনন্য অর্জনের যুদ্ধ এক’, কবি সৌহার্দ সিরাজের কবিতা ‘শীতের হাওয়ার সৌন্দর্য’, কবি তনুশ্রী নাগের ‘মুক্তিযুদ্ধ চেতনাময়’, কবি শ্রাবণ আহমেদের ‘একুশের বিকেল’, কবি ইলোরা আরবীর ‘অমর একুশে’, কবি সাকিবুল গাজীর ‘বীরের একুশ’, কবি মোস্তাফিজুর রহমানের ‘শহীদের স্মরণে’ কবিতা, সুমন কায়সারের পর্যালোচনামূলক নিবন্ধ ‘সময়ের চোখে একুশে’, ইতিহাস পর্যালোচনা নিয়ে সাংবাদিক আমিনা বিলকিস ময়নার ‘সাতক্ষীরায় শহীদ মিনার নির্মাণের ইতিবৃত্ত’, শেখ আবু সালেকের গল্প ‘আমিও যাবো’ ও শিশু শিক্ষার্থী অগ্রঃ’র ‘পৃথিবীর সব নানু’রা মনে হয় এ রকম হয়’ শীর্ষক লেখা প্রকাশিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।