ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নির্মলেন্দু গুণ-রফিকউল্লাহ খান পেলেন গুণী সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
নির্মলেন্দু গুণ-রফিকউল্লাহ খান পেলেন গুণী সম্মাননা 

নেত্রকোণা: প্রখ্যাত গবেষক-শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খানকে গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা দেয়া হয়েছে কবি নির্মলেন্দু গুণসহ ১১ গুণী ব্যক্তিকে। 

বাংলাদেশ-ভারতের গুণী ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠিত ‘অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা-অমাস’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) তাদের এ সম্মাননা দেয়া হয়।  

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা দেয়া হয়েছে।

সম্মাননা প্রদান উপলক্ষে নেত্রকোণা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। আর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিচারপতি ওবায়দুল হাসান।  

এতে সভাপতিত্ব করেন অমাস-এর সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল হাননান খান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য ড. রফিকউল্লাহ খান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এর সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অমাস-এর নির্বাহী পরিচালক মো. ইকবাল হাসান তপু।  

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।  সম্মাননাপ্রাপ্তদের মধ্যে কবি নির্মলেন্দু গুণকে আলী রৌশন স্মৃতি পদক, অধ্যাপক ড. রফিকউল্লাহ খানকে ড. জগদীশ চন্দ্র স্মৃতি পদক, ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্যকে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী স্মৃতি পদক দেয়া হয়েছে।  

আর মো. গোলাম মোস্তফাকে গোলাম হোসেন স্মৃতি পদক, সাজ্জাদ কাদিরকে ডা. আখলাকুল হোসাইন স্মৃতি পদক, সীমা সরকারকে রাজ লক্ষ্মী রায় স্মৃতি পদক, অধ্যাপক নন্দিতা ভাদুরীকে এনআইখান স্মৃতি পদক, ভারতের কবি অমর রায় চৌধুরীকে ভাষা সৈনিক আব্দুল ওবায়দুল খান স্মৃতি পদক, অধ্যাপক অমিতাভ দত্ত মজুমদারকে আব্বাছ আলী খান স্মৃতি পদক, কবি মৌসুমি দাসকে ভাষা সৈনিক আবুল হাসান খান স্মৃতি পদক, কবি রেজাউল করিমকে ভাষা সৈনিক আব্দুল ওয়াজেদ মাস্টার স্মৃতি পদক দেয়া হয়েছে।

এছাড়া সংগঠনের উদ্যোগে ১৭ গুণীজনকে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়েছে। তারা হলেন- লোক গবেষক ও লেখক মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান, মুক্তিযোদ্ধা মো. হায়দার জাহান চৌধুরী, জিএম খান পাঠান বিমল, অধ্যাপক ননী গোপাল সরকার, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, অধ্যাপিক পুণ্যরূপা ভাদুরী (ভারত), তরুণ কর্মকার, সানওয়ার হোসেন ভূঁইয়া, প্রয়াত ডা. জগদীশ চন্দ্র দত্ত, প্রয়াত বারী সিদ্দিকী, প্রয়াত মো. আলী সিদ্দিকী, অধ্যাপক শাহজাহান কবীর, প্রয়াত বাউল রশিদ উদ্দিন, প্রয়াত বাউল উকিল মুন্সী, প্রয়াত বাউল জালাল খাঁ, সাদেক ইবনে শামস।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।