ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বর্ষবরণে বেঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত গানের আসর

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
বর্ষবরণে বেঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত গানের আসর নতুন ধারার আয়োজনে বাংলা গান গেয়ে শোনান দু’জন শিল্পী

ঢাকা: নতুন বছরের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে বিভিন্ন স্বাদের বাংলা গান নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজনে শেষ হলো দুই দিনব্যাপী গানের আসর ‘পরাণ ভরি দাও’।

বর্ষবরণ উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) এই আয়োজন অনুষ্ঠিত হয় ধানমন্ডিতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে। এদিন সন্ধ্যায় নতুন ধারার আয়োজনে বাংলা গান গেয়ে শোনান দু’জন শিল্পী।

আয়োজনের প্রথমেই শিল্পী নবনীতা চৌধুরী পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত ‘নূতন প্রাণ দাও’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘কোন নামে ডাকিব তারে’সহ  বিভিন্ন গান।

এরপর শিল্পী লাবিক কামাল গৌরব তার কণ্ঠে ‘প্রেম ডুম্রু নাহলে’, ‘কামার বেটা’, ‘মনের মানুষ’সহ বেশ কিছু লালন সঙ্গীত এবং অন্যান্য গান পরিবেশন করেন।

পুরো আয়োজনজুড়ে যন্ত্রানুষঙ্গে ছিলেন গিটারে শুভেন্দু দাস শুভ এবং কাহনে সুদীপ্ত বর্ধন।

এর আগে আসরের প্রথম দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রবীন্দ্রনাথের গান ও পুরনো বাংলা গান পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এইচএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।