ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় শাহ আব্দুল করিম ও রাধা রমণের সুর

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
শিল্পকলায় শাহ আব্দুল করিম ও রাধা রমণের সুর

ঢাকা: শেকড়ের সুরের সঙ্গে দেহতত্ত্বের মিশ্রণ ঘটিয়ে এদেশের লোকসঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও লোককবি রাধা রমণ। এ দুই সঙ্গীতজ্ঞের সুর এদেশের অগণিত সুরপিয়াসীদের হৃদয়ের গহীনে আজও দারুণভাবে নাড়া দেয়।

রক, পপ আর ব্যান্ডের উন্মাদনায় হারিয়ে যাওয়ার পথে আবহমান বাংলার লোকগান।

রাজধানীর বাসিন্দাদের মাটির সুরে সিক্ত করতেই শাহ আব্দুল করিম ও রাধা রমণের গান নিয়ে ‘তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও’ শিরোনামের সঙ্গীতাসরের আয়োজন করে রাধা রমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ সুরের আসরে সঙ্গীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, বিশ্বজিৎ রায়, আবুবকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ, খায়রুল ইসলাম ও কানিজ খন্দকার নিতু।

অনুষ্ঠানের শুরুতেই ‘সুরধুনীর কিনারায় সোনার নূপুর’ ও ‘ইতা কিতা করে গো বন্ধে,’ গান দু’টি সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন রাধা রমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের শিল্পীরা।

এরপর একক কণ্ঠে খায়রুল ইসলাম গেয়ে শোনান রাধা রমণের ‌‘জলে যাইও না গো রাই ও আমারে আসিবার কথা কইয়া’ কানিজ খন্দকার নিতু গেয়ে শোনান শাহ আব্দুল করিমের গান ‘আমার বন্ধুরে কই পাবো সখী গো ও কথা রাখো কাছে থাকো,’  আবুবকর সিদ্দিক গেয়ে শোনান ‘তুমি বিনে আকুল পরান, বন্ধে মায়া লাগাইছে পিরীতি শিখাইছে, গান গাই আমার মনরে বুঝাই ও বসন্ত বাতাসে সই গো,’ লাভলী দেব পরিবেশন করেন রাধা রমণের ‘তুই বড়ো কঠিনরে বন্ধু, শ্যাম কালিয়া সোনা বন্ধুরে, জলের ঘাটে দেইখা আইলাম ও জলে গিয়াছিলাম সই,’ বিশ্বজিৎ রায় গেয়ে শোনান রাধা রমণের ‘আমি ডাকি কাঙালিনী, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, গৌর নামের চলছে গাড়ি ও হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ’ এবং চন্দনা মজুমদার গেয়ে শোনান শাহ আব্দুল করিমের গান ‘এখন ভাবিলে, বসন্ত বাতাসে সই গো, আমি তোমার কলের গাড়ি ও দরদিয়ারে’।

রাধা রমণ ও শাহ আব্দুল করিমের লোক ও দেহতত্ত্বের অমিয় বাণীর সুরের মূর্চ্ছনায় সমগ্র মিলনায়তনজুড়ে যেন মূর্ত হয় মরমী এ দুই সুরের কারিগর।

প্রতিটি পরিবেশনার পর সুরপিয়াসীদের মুহুর্মুহু করতালি সুরের এ আয়োজনে শৈল্পিক করে তোলে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।