ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

পঞ্চ কবির গানে শেষ হলো বেঙ্গলের ‘গানের ঝরণা তলায়’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
পঞ্চ কবির গানে শেষ হলো বেঙ্গলের ‘গানের ঝরণা তলায়’

ঢাকা: পঞ্চ কবির গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো বেঙ্গল ফাউন্ডেশনের দুই দিনের গানের আসর ‘গানের ঝরণা তলায়’।

মঙ্গলবার (৩০ জুলাই) আয়োজনের দ্বিতীয় দিন সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে পঞ্চ কবির বর্ষার গান পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা।

এসময় তারা পরিবেশন করেন ‘ওই আসে অতি ভৈরব হরষে’, ‘বাদল ঝুম ঝুম বোলে’, ‘প্রবল ঘন মেঘ আজি’, ‘বরষা আইলো অই’, ‘সে কেন দেখা দিলো রে’, ‘আজি হৃদয় আমার’, ‘এস নীপবনে ছায়াবিথী তলে’, ‘মম মম উপবনে’, ‘ গোধুলিগগনে মেঘে’, ‘বধু এমন বাদলে’, আমার কি বেদনা’, ‘এস হে সজল শ্যাম ঘন দেয়া’, ‘অঝর ধারায় বর্ষা ঝরে’, ‘ঝর ঝর বারি ঝরে’, ‘রুমঝুম ঝুম নুপুর’ গানগুলি।


পঞ্চ কবির গানের আসর।  ছবি: বাংলানিউজ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি পুরো আয়োজন উপভোগের জন্য সব দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানান।

এ আয়োজরে যন্ত্রানুসঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর এবং ইফতেখার আলম ডলার, কি-বোর্ডে রবিন্স চৌধুরী, এসরাজে অসিত বিশ্বাস, সেতারে ফিরোজ খান এবং মন্দিরাতে প্রদীপ কুমার রায়।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।