ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

রবীন্দ্রনাথের গানে ছন্দে বর্ষামঙ্গল

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
রবীন্দ্রনাথের গানে ছন্দে বর্ষামঙ্গল বর্ষামঙ্গল অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাঙালির প্রাণের ঋতু বর্ষা। পুরো পৃথিবীতে শিহরণ জাগিয়ে বিজয়ীর বেশে ‘শ্যাম গম্ভীর সরসা’ হয়ে তার আগমন। তাইতো বর্ষার সমস্ত দিন কাজ। তার চারদিকে লোকজন। মনে হয়, পুরোদিনের কাজে সেদিনকার আলাপের সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভেতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল, তা বুঝে নেওয়ার সময় পাওয়া যায় না।

সেই সময়টা কি আর কোন কথার, তা বুঝে নিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে মেলে দিয়ে গেছেন একরাশ বর্ষামঙ্গলের গান। বর্ষাকালে বিরহিণীর সমস্ত যেমন ‘আমি’ একা হয়ে উঠে, সমস্ত ‘আমি’ জেগে ওঠে, তেমনি সেসব অনুভূতিকে কাব্যের পরতে পরতে ছড়িয়ে দিয়ে গেছে রবীন্দ্রনাথ।

বর্ষামঙ্গলের সূচনা থেকে জীবনের অন্তিম বর্ষামঙ্গল পর্যন্ত রবীন্দ্রনাথ প্রতিটি পর্বেই এ ব্যক্তিগত বেদনার ছবি এঁকে গেছেন। আর সেসব ছবির গান নিয়েই রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল অবয়ব নাট্যদলের রবীন্দ্রনাথের গানের ছন্দ আর পাঠ নিয়ে বর্ষামঙ্গলের আয়োজন ‘শ্রাবণ হয়ে এলে ফিরে’।

শুক্রবার (২ আগষ্ট) সন্ধ্যায় আয়োজনে শুরুতেই আয়োজক নাট্যদলের পক্ষ থেকে জানানো হয় শুভেচ্ছা। এরপর মিয়াঁমল্লার রাগে সেতার বাজিয়ে দর্শকদের বিমোহিত করেন এবাদুল হক সৈকত। এ সময় এস্রাজে মল্লারের সুর বাজিয়ে সমস্ত মিলনায়তনে তৈরি করা হয় বর্ষার আবহ।

সেতারের পরিবেশন শেষ হতেই শুরু হয় সম্মেলক গান। 'বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে' গান পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় আয়োজনের দ্বিতীয় পর্ব। এই পর্বে গান পরিবেশন করেন ‘না-গান গাওয়ার দল’।

এসময় তারা একে একে একক ও সম্মেলকে ‘ঝুলি এলো ঝুলি এলো ওরে প্রাণ’, ‘কোন পুরাতন প্রাণের টানে’, ‘গহন ঘন ছাইল গগন ঘনাইয়া’, ‘ওই আসে ওই অতি ভৈরব হরষে’, ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’, ‘ওই যে ঝড়ের মেঘের কোলে’, ‘বাদল মেঘে মাদল বাজে’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’সহ বিভিন্ন গান পরিবেশন করেন। একইসঙ্গে রবীন্দ্রনাথের বিভিন্ন পাঠে মুগ্ধ করেন দর্শকদের।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।