ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নজরুল বিশ্ববিদ্যালয়

ইংকের আয়োজনে লেখালেখির কর্মশালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ইংকের আয়োজনে লেখালেখির কর্মশালা ইংকের আয়োজনে লেখালেখির কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাহিত্য সংসদ ‘ইংক’র আয়োজনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া লেখকদের নিয়ে ক্রিয়েটিভ রাইটিং-এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দিনব্যাপী কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলোর সাহিত্য সম্পাদক কবি আলতাফ শাহনেওয়াজ ও ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক গল্পকার মেহেদী উল্লাহ।

‘ইংক’র কর্মশালায় অতিথিরা২২ জন নির্বাচিত লেখক নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান।

কর্মশালাটির তত্ত্বাবধানে ছিলেন ‘ইংক’র উপদেষ্টা কথাসাহিত্যিক উম্মে ফারহানা ও ক্লাবের মডারেটর কবি আবদুল্লাহ আল মুক্তাদির।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।