ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

উজানের প্রতিষ্ঠাবার্ষিকীর বাউলমন অনুষ্ঠান সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
উজানের প্রতিষ্ঠাবার্ষিকীর বাউলমন অনুষ্ঠান সন্ধ্যায় উজানের বাউলমন অনুষ্ঠানের নিমন্ত্রণ কার্ডের অংশ

ঢাকা: সাংস্কৃতিক সংগঠন উজানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় লোক, বাউল, পালা, বিচ্ছেদ ও আঞ্চলিক গানের সমন্বয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান ‘বাউলমন’র আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর এবং বাউলশিল্পী শাহ আলম সরকার।

এছাড়া বাউলমনে সভাপতিত্ব করবেন অয়োজক সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।

প্রতিবারের মতো এবারও ‘উজান পদক’ দিচ্ছে সংগঠনটি। ২০১৯ এর পদকটি পাচ্ছেন সুরকার, গীতিকার, পালাকার বাউলশিল্পী শাহ আলম সরকার।

এসময় উজানের পরিবেশনায় বাউলমনে গান পরিবেশ করবেন- সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, শ্যামল হাসান, রাফি আহমেদ টুটুল, দিলসাদ জাহান পিউলি, ফেরদৌসী প্রবর্তনা ও মাহফুজা আক্তার মিরা।

এ আয়োজনের মিডিয়া পার্টনার দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।