ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর হাসপাতালে

ঢাকা: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর।

শনিবার (২৬ অক্টোবর) রাতে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানকার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে রোববার (২৭ অক্টোবর) তার মেয়ে মুনীরা বশীর জুঁই বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরেই বাবার শরীরটা ভালো যাচ্ছিল না। বিশেষ করে গত দুই দিন ধরে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসছিল। এ অবস্থায় শনিবার রাতে তাকে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

‘সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। ’

ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীর একাধারে একজন চিত্রশিল্পী এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন।

চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ বহু জাতীয়-আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী মুর্তজা বশীর।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ডিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।