বুধবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ জিমনেসিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এর আগে, বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ বলেন, তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরিতে বইয়ের গুরুত্ব অপরিসীম।
ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর প্রমুখ।
জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অংশগ্রহণে মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীসহ মোট ৬৩টি স্টল স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার উন্মক্ত থাকবে।
বিভাগীয় এ বইমেলা শেষ হবে আগামী ১০ মার্চ।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
একে/আরআইএস/