শুক্রবার (০৮ মে) সকালে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘আমি ভয় করবো না ভয় করবো না’ শীর্ষক রবীন্দ্র জয়ন্তীর এ অনুষ্ঠানে যৌথভাবে আয়োজন করে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশন।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে জাতীয়ভাবে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
অনুষ্ঠানের শুরুতেই শিল্পকলা একাডেমির শিল্পীদল কণ্ঠে তুলে নেন নিজের জন্মদিনে কবিগুরুর আত্মউপলব্ধির গান- ‘হে নূতন,/ দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’।
বাচিকশিল্পী মাহিদুল ইসলাম আবৃত্তি করেন ‘দুঃসময়’ কবিতাটি। বাচিকশিল্পী ডালিয়া আহমেদ পাঠ করেন ‘ঝুলন’ ও ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। আরও পাঠে অংশ নেন কৃষ্টি হেফাজ।
একক কণ্ঠে আজিজুর রহমান তুহিন গেয়ে শোনান ‘যেতে যেতে একলা পথে’ গানটি। অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় ‘নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার’, ‘আমি ভয় করব না ভয় করব না’।
এ আয়োজনে লোক নাট্যদলের প্রযোজনা ‘রথযাত্রা’ ও প্রাঙ্গণেমোরের ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটক থেকে উল্লেখযোগ্য অংশ প্রচারিত হয়। অনেকগুলো কণ্ঠ এক হয়ে গেয়ে উঠলো ‘বিপদে মোরে রক্ষা করো’ ও ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’।
সর্বশেষে সম্মেলক কণ্ঠে ‘আকাশভরা সূর্য তারা’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ০৮, ২০২০
ডিএন/আরআইএস/