শুক্রবার (৮ মে) বেলা ১১টায় নগরীর বরিশাল কলেজ সংলগ্ন উদীচী কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে এ অনুষ্ঠান হয়। উদীচীর আয়োজনে এতে অংশ নেয় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বরিশাল নাটক ও আবৃত্তি পরিষদ।
কবিগুরুর জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত এ অনুষ্ঠান প্রসঙ্গে উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। করোনা পরিস্থিতির কারণে এবার ব্যাপক আয়োজন করা যায়নি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর যে চির নতুনের ডাক দিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে সীমিত পরিসরে তার জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, আবৃত্তি পরিষদের সভাপতি আজমল হোসেন লাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বনাথ দাস মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ০৮, ২০২০
এমএস/এইচজে