ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রজনীকান্ত স্মরণে ‘তুমি নির্মল কর মঙ্গল করে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
রজনীকান্ত স্মরণে ‘তুমি নির্মল কর মঙ্গল করে’

ঢাকা: মহামারি করোনার কারণে সবকিছু স্তব্ধ। এরই মধ্যে রোববার (২৬ জুলাই) পঞ্চকবির অন্যতম রজনীকান্ত সেনের ১৫৫তম জয়ন্তী।

এ উপলক্ষে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজন করে ‘তুমি নির্মল কর মঙ্গল করে’ শিরোনামে সঙ্গীতানুষ্ঠান।

সন্ধ্যায় সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের ফেসবুক পেজে সরাসরি এ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এটিএম জাহাঙ্গীর, শিমু দে ও দেবাশীষ বেপারী। সঞ্চালনা করেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি মাহমুদ সেলিম।

শিল্পী এটিএম জাহাঙ্গীর গেয়ে শোনান ‘তুমি নির্মল কর মঙ্গল করে’,  ‘ধীর সমীরে চল’,  ‘জাগাও পথিকে ওসে’ ও ‘আমি অকৃতি অধম’।

শিল্পী শিমু দে'র কণ্ঠে গীত হয় ‘তুমি আমার অন্তঃস্থলের খবর জানো’, ‘আমি দেখেছি জীবন ভরি’, ‘তারা মোর রেখেছিল ভুলায়ে’ ও ‘প্রেমে জল হয়ে যাও গলে’ গানগুলো।
                             
দেবাশীষ বেপারী পরিবেশন করেন ‘স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি’, ‘আমি তো তোমারে চাহিনি জীবনে’, ‘কেন বি ত হব চরণে’ ও ‘সখা তোমারে পাইলে আর’ গানগুলো।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।