ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মুর্তজা বশীর চিত্রশিল্পকে বিশিষ্ট ব্যঞ্জনায় ভাস্বর করেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
মুর্তজা বশীর চিত্রশিল্পকে বিশিষ্ট ব্যঞ্জনায় ভাস্বর করেছেন মুর্তজা বশীর

ঢাকা: মুর্তজা বশীর তার বর্ণাঢ্য জীবনে বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পকে বিশিষ্ট ব্যঞ্জনায় ভাস্বর করেছেন বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমি মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

শনিবার (১৫ আগস্ট) এক শোক বার্তায় তিনি এ কথা বলেন।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, তার কবিতা, কথাসাহিত্য ও গবেষণাকর্মও অনন্য ও নতুনতা-মণ্ডিত। আমাদের মহান ভাষা আন্দোলনে তার অসাধারণ অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।  

বাংলা একাডেমির সঙ্গে মুর্তজা বশীরের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলা একাডেমির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এর সঙ্গে নিবিড়ভাবে সংশ্লিষ্ট ছিলেন। একাডেমি প্রকাশিত পুস্তকসহ নানা প্রকাশনায় রয়েছে তার সৃজনকুশল হাতের অবিস্মরণীয় ছোঁয়া।

শনিবার সকাল নয়টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী মুর্তজা বশীর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
ডিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।