ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুই দেশের ১৮ শিল্পী গাইলেন ‘আমরা যে এক বাংলা ভাষায়’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, আগস্ট ২৩, ২০২০
দুই দেশের ১৮ শিল্পী গাইলেন ‘আমরা যে এক বাংলা ভাষায়’ ...

ঢাকা: ‘আমরা যে এক বাংলা ভাষায়’ শিরোনামে গানটি গাইলেন বাংলাদেশ এবং ভারতের ১৮ শিল্পী।

ড. মাহিরী বোসের লেখা ও সুরে এবং প্রয়াত পৃথ্বীরাজ, পরে শাহরিন শাহরিয়ারের সংগীতায়োজনে গানটি গেয়েছেন দুই বাংলার নামকরা শিল্পীরা।

একই সময়, একই সাথে, একই মাটির টানে একত্রিত হওয়ার কথা বলা হয়েছে এই গানটিতে। আমাদের মাতৃভাষা এক, আমাদের প্রকৃতি এক, আমাদের চিন্তা ভাবনা এক, আমাদের হাসি-কান্না-অনুভূতি সব এক; সেই বিষয়গুলোই ফুটে উঠেছে এই সংগীত আয়োজনে।

গানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। একইসঙ্গে উৎসর্গ করা হয়েছে ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসুকেও।

বাংলাদেশ থেকে গানটিতে অংশ নিয়েছেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদার, অবন্তী সিঁথি, আর. জে শারমিন, প্রিয়াঙ্কা গোপ, তানভীর আলম সজীব, পৃথ্বীরাজ এবং ঋতুরাজ।

ভারতের শিল্পীরা হলেন- শ্রীকান্ত আচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, শম্পা কুন্ডু, সৌম্য বসু, রোহেন বোস, মাহিরী বোস এবং মালবিকা সেন।

মাহিরী-রোহেন ক্লাসিকাল ফিউশন ব্যান্ডের উদ্যোগে মুক্তি পাওয়া এই গানটিতে বোঝানো হয়েছে, মাটিতে দাগ কেটে ভিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করলেও আসলে আমরা এক।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।