ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পী মুর্তজা বশীর স্মরণ

‘কেবলই দৃশ্যের জন্ম হয়’-এর দ্বিতীয় পর্ব রোববার সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
‘কেবলই দৃশ্যের জন্ম হয়’-এর দ্বিতীয় পর্ব রোববার সন্ধ্যায় ...

সদ্যপ্রয়াত শিল্পী মুর্তজা বশীর স্মরণে এক আলোচনা সভা আয়োজনের মাধ্যমে ‘বিস্তার: চিটাগং আর্টস কমপ্রেক্স’-এর দৃশ্যশিল্প বিষয়ক সাপ্তাহিক অন্তর্জাল অনুষ্ঠান ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’ এর দ্বিতীয় পর্ব আয়োজিত হচ্ছে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায়।

এতে শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং তার শিল্পকর্ম প্রদর্শন করবেন বিশিষ্ট শিল্পসমালোচক অধ্যাপক আবুল মনসুর।

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে দেশের সর্বস্তরের শিল্পানুরাগীদের যোগ দিয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগে শামিল হবার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অংশগ্রহণের জুম লিংক: https://us02web.zoom.us/j/83333432273?pwd=WWd2ZEFsa2x5R2Q1ZTEzeHNsS3A4QT09

Meeting ID: 833 3343 2273
Passcode: bistar

বিস্তার-এর ফেসবুক গ্রুপে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক: https://www.facebook.com/chittagongartscomplex/

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।