ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‌‘বাংলা গানের কাল-পরম্পরা: শ্রবণে, কথনে’র ৭ম পর্ব সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বিস্তারের ‌‘বাংলা গানের কাল-পরম্পরা: শ্রবণে, কথনে’র ৭ম পর্ব সন্ধ্যায়

ঢাকা: বিস্তারের আয়োজনে বাঙালির নিজস্ব সংগীত-ঐতিহ্যের বিভিন্ন ধারা নিয়ে ‘‌বাংলা গানের কাল-পরম্পরা: শ্রবণে, কথনে’ শীর্ষক পাক্ষিক, ধারাবাহিক দৃশ্য-শ্রাব্য উপস্থাপনার সপ্তম অধিবেশনটি অনুষ্ঠিত হবে রোববার (৬ ডিসেম্বর), বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।  

এই ব্যতিক্রমী সাংগীতিক আসরটি উপস্থাপনা করবেন কলকাতার মেধাবী ভাষাবিজ্ঞানী এবং নিবেদিতপ্রাণ সংগীত সংগ্রাহক-গবেষক রাজীব চক্রবর্তী।

 

নিম্নোদ্ধৃত অন্তর্জাল সংযোগটির মাধ্যমে উৎসাহী যে-কেউ এই অনুষ্ঠানে যুক্ত হয়ে তার এই উপস্থাপনা উপভোগ এবং তার সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিতে পারবেন। এই আসরে যোগ দেওয়ার জুম লিংক:

https://us02web.zoom.us/j/88628563626?pwd=ekFDVjBzeUJzN1FVSndqcTl5QndMdz09

Meeting ID: 886 2856 3626

Passcode: bistaar

এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজ থেকেও একই সঙ্গে প্রচারিত হবে। সেখানে এটি লাইভ দেখার লিংক:

https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সব সংগীতানুরাগী সাদরে আমন্ত্রিত।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।