ঢাকা: ‘সিনে ক্লাব বিস্তার’ আয়োজিত অন্তর্জালভিত্তিক চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘বীক্ষণ ও বাহাস’ এর ১৮তম পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়।
এ অধিবেশনে এবার আলোচিত হবে বর্তমান বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলালের সর্ব সাম্প্রতিক চলচ্চিত্র ‘ঝলমলিয়া’ (২০১৭)।
ছবিটি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র লেখক, সমালোচক ও অনুবাদক মাহমুদুল হোসেন। সবশেষে, ‘মিট দ্য ডিরেক্টর’ পর্বে থাকবে পরিচালকের সঙ্গে উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রশ্নোত্তর ও মুক্তালোচনা।
উক্ত আলোচনায় অংশগ্রহণ কিংবা তা অনুধাবনের সুবিধার্থে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে নিম্নোক্ত ঠিকানায় ছবিটি আগাম দেখে নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।
https://filmfreeway.com/jholmolia
Passcode: December2020
মূল অনুষ্ঠানে প্রবেশের জুমলিংকটি হচ্ছে:
https://us02web.zoom.us/j/83345153803?pwd=SDN5UEhlWDkxS3lxVmhDS1JERmZyUT09
Meeting ID: 833 4515 3803
Passcode: bistaar
এছাড়া, বিস্তারের ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। তার লিংক:
https://www.facebook.com/chittagongartscomplex
সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে চলচ্চিত্রানুরাগী সবাই বিশেষভাবে আমন্ত্রিত।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এফএম