ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

শিল্প-সাহিত্য

সুফী

সোহেল আমীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জানুয়ারি ৬, ২০২১
সুফী প্রতীকী ছবি।

একদিনের জন্য শ্রমিক সেজেছি
তার মেহনতের মাত্রা উপলব্ধি করতে,
থালা হাতে রাস্তায় নেমেছি
একবেলা ভিক্ষা চাইবার জ্বালা সইতে।

রাতের পর রাত অভুক্ত থেকেছি
ক্ষুধার কষ্টে কয়লা হতে,
ক্রীতদাসের দুঃখ আলিঙ্গন করেছি
নিজের দুঃখদের লজ্জা দিতে।

সব জায়গায় গিয়ে ব্যর্থ যখন
নিজের পাপ গলা টিপে হত্যায়,
তখন সুফী’র দর্শন পাই
নবরূপে সাজাতে আমায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।