ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হাসান ফেরদৌস

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হাসান ফেরদৌস প্রাবন্ধিক হাসান ফেরদৌস

ঢাকা: বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার-২০২০ এর জন্য মনোনীত হয়েছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার লেখকের হাতে তুলে দেওয়া হবে।

নিউইয়র্ক-প্রবাসী মননশীল লেখক হাসান ফেরদৌস দীর্ঘদিন থেকে লেখালেখির সঙ্গে জড়িত। তার লেখা বইগুলোর মধ্যে ১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া, যুদ্ধের আড়ালে যুদ্ধ, নক্ষত্র পুত্র, ছয় জাদুকর, নিউইয়র্কের খেরোখাতা, ‘রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট', 'একাত্তর, যেখান থেকে শুরু', দৃশ্যকাব্য, অনেককথা অল্পকথায়, 'নাগরিক সময় ও প্রাসঙ্গিক চিন্তা', অন্য সময় অন্য পৃথিবী, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা, 'পিকাসোর তিন রমণী: গাট্রুর্ড স্টাইল, মারি-তেরেস ও জেনেভিয়েভ', এবং বৃষ্টিকে নিয়ে রূপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।