ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

লাইব্রেরি আন্দোলন জোরদার করার আহ্বান মুক্তিযুদ্ধ মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
লাইব্রেরি আন্দোলন জোরদার করার আহ্বান মুক্তিযুদ্ধ মন্ত্রীর

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে লাইব্রেরি আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক।

তিনি বলেছেন, সাহিত্যনির্ভর জ্ঞানর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানো সহজ হবে।

পাশাপাশি মানবিক সমাজ বিনির্মাণের ভূমিকা রাখবে লাইব্রেরি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘরে একটি সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।  

আ ক ম মোজাম্মল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে লাইব্রেরির বিশেষ গুরুত্ব রয়েছে। পাঠাগার বৃদ্ধি পেলে জ্ঞানের চর্চাও বৃদ্ধি পাবে।

খুলনার অনির্বাণ লাইব্রেরীর প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘অনির্বাণ’ এর মোড়ক উন্মোচনে লাইব্রেরির উপদেষ্টা কমিটির সভাপতি ও সাবেক সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পেট্রাকমের পার্থ শঙ্কর রায়, সাংবাদিক রাহুল রাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।