ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাশিয়ার যুদ্ধ স্মরণ করে আলোকচিত্র প্রদর্শনী

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
রাশিয়ার যুদ্ধ স্মরণ করে আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: রাশিয়ার স্ট্যালিনগ্রাদের যুদ্ধ স্মরণ করে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র (আরসিআরসি)।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা।

প্রদর্শনীর উদ্বোধন করেন আরসিআরসির পরিচালক এম ই দোব্রোখোতভ। এ সময় তিনি দেশপ্রেমিককে ও যুদ্ধের সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা সম্পর্কে অবহিত করেন। এছাড়া বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিও এ সময় শ্রদ্ধা জানান তিনি।

প্রদর্শনীতে স্থান পেয়েছে স্ট্যালিনগ্রাদের যুদ্ধকালীন প্রায় ৩০টি আলোকচিত্র। সবার জন্য এ প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।