ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

খুলনা আবৃত্তি উৎসব শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, জানুয়ারি ১৬, ২০২২
খুলনা আবৃত্তি উৎসব শুক্রবার

খুলনা: খুলনা আবৃত্তি উৎসব শুক্রবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে খুলনা আবৃত্তি উদযাপন পরিবারের উদ্যোগে বিভাগের ১০ জেলার আবৃত্তিশিল্পীদের সমন্বয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘দশের উচ্চারণে’।

আবৃত্তি উৎসবের ‘মিডিয়া পার্টনার’ হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

খুলনা আবৃত্তি উদযাপন পরিবারের আহ্বায়ক কাজল ইসলাম বাংলানিউজকে বলেন, খুলনা আবৃত্তি উদযাপন পরিবারের আয়োজনে খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার বাচিক শিল্পীরা স্বাস্থ্যবিধি মেনে এ উৎসবে অংশগ্রহণ করবেন। তাদের মনোমুগ্ধকর আবৃত্তি আশা করি মন ভরিয়ে দেবে দর্শকদের।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।