ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার পেলেন যারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার পেলেন যারা

ঢাকা: প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২২ দেওয়া হয়েছে।  

শুক্রবার (১৭ জুন) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কবিতায় আলতাফ শাহনেওয়াজ, প্রবন্ধে মোজাফফর হোসেন, শিশুসাহিত্যে ইমরুল ইউসুফ ও কথাসাহিত্যে নাজনীন শুভ্রার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

 

শিশুসাহিত্যিক রহীম শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মো. শাহ জামাল হাওলাদার, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি ও গবেষক মজিদ মাহমুদ, কবি ও গবেষক ড. তপন বাগচী।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।