ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কক্সবাজারে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা শুরু ৩০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
কক্সবাজারে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা শুরু ৩০ ডিসেম্বর কবি মুহম্মদ নূরুল হুদার ৭৩তম জন্মবার্ষিকীর কেক কাটা হচ্ছে।

কক্সবাজার: ‘শান্তির পৃথিবী চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই, শান্তির পৃথিবী চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’ এই স্লোগানে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭টায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি-২০২২ এর প্রস্তুতি সভায় এ স্লোগান ঘোষণা করেছেন কমিটির চেয়ারম্যান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

কমিটির আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মেলার কর্মসূচি নির্ধারণ, স্থান নির্বাচন করা হয়।  

সভায় ১০১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ও ৭টি উপ কমিটির গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কক্সবাজার প্রেসক্লাবে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ এর অস্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্তও হয়েছে।

জাতীয় খেলাঘর আসর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রাবন্ধিক ও কবি মজিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি আসিফ নূর, সাংবাদিক দীপক শর্মা দীপু, কবি ও সাংবাদিক নুপা আলম প্রমুখ।

সভা শেষে কবি মুহম্মদ নূরুল হুদার ৭৩তম জন্মবার্ষিকীর কেক কাটা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।