ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

একুশে একাডেমী অস্ট্রেলিয়া’র সভাপতি ওহাব, সম্পাদক লরেন্স

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
একুশে একাডেমী অস্ট্রেলিয়া’র সভাপতি ওহাব, সম্পাদক লরেন্স

সিডনি: একুশে একাডেমী অস্ট্রেলিয়া’র নতুন সভাপতি হয়েছেন ড: আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক লরেন্স ব্যারেল।

২৮ সেপ্টেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়।



কেম্সি মাইগ্রেন্ট রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এজিএমে সংগঠনের বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এরপর সাবেক সভাপতি অভিজিৎ বড়ুয়া’র সমাপনী বক্তব্যর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার ছিলেন ড. সুলতান মাহমুদ। এছাড়া সার্বিক সহযোগিতা করেন পিয়াসা বড়ুয়া ও রথীন্দ্রনাথ ঢালী।

নবনির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি ড. স্বপন পাল, সহ-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু, কোষাধ্যক্ষ রওনক হাসান, প্রকাশনা সম্পাদক সাখাওয়াৎ নয়ন, সাংস্কৃতিক সম্পাদক মোসাম্মৎ খোদেজা জাহান শ্যামলী। সদস্যরা হলেন মফিজুল হক, আব্দুল মতিন, অভিজিৎ বড়ুয়া, আল নোমান শামীম, সুধীরচন্দ্র মণ্ডল ও জন্মেজয় রয়।
 
বাংলাদেশ সময় : ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ