ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনি ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
সিডনি ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি (অস্ট্রেলিয়া): সিডনি ইউনিভার্সিটির প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সুবসা) উদ্যোগে ঐতিহ্যবাহী বাংলা গান, নাচ, ৠাফেল ড্র,  আলোকসজ্জা আর দেশিয় খাবারের আয়োজন ছিল অনুষ্ঠানে।



অনুষ্ঠানে বাঁশি, গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাফকাত শফিক ও সেজান মাহমুদ।

সোনিয়া সাশের নেতৃত্বে নৃত্য পরিবেশন করেন নয়েল চৌধুরী, মরিয়ম ডন ও সিমিয়া সাঈদ।

সুবসা গঠিত হয় ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর।

সংগঠনের প্রতিষ্ঠাতা এনামুল হক বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং নতুন শিক্ষার্থীদের প্রবাসে পরামর্শ দেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য। প্রতিবছরই জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে অনুষ্ঠান করে সুবসা।

অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বুশরা আহমেদ, পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী ইকবাল হোসেন ও শিক্ষার্থী ফাকির মোহাম্মদ শামিম মিয়া, আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থী মরিয়ম ডন বলেন, আমাদের মনে হয়েছে বাংলাদেশেই আছি।

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অয়াসেক খান অনুষ্ঠানটি সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ