ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

তারেকের গ্রেফতারি পরোয়ানায় অস্ট্রেলিয়ায় বিএনপির নিন্দা

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
তারেকের গ্রেফতারি পরোয়ানায় অস্ট্রেলিয়ায় বিএনপির নিন্দা

সিডনি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখা ও জিয়া পরিষদ অস্ট্রেলিয়াসহ অঙ্গসংগঠনের ১০১ নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোসলেহউদ্দিন হাওলাদার আরিফসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিউ সাউথ ওয়েলস (নগর), জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জিয়া পরিষদ অস্ট্রেলিয়াসহ অঙ্গসংগঠনের ১০১ নেতৃবৃন্দ এ নিন্দা জানান।



বুধবার (১০ ডিসেম্বর) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

যৌথ বিবৃতিতে প্রতিবাদ প্রদানকারী ১০১ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, স্থগিত অস্ট্রেলিয়া কমিটির যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া নগর বিএনপির সভাপতি রুহুল আহমেদ সওদাগর, আবুল হাশেম মৃধা জিলু, কুদরত উল্লাহ লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি ইয়াসিন আরাফাত সবুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সভাপতি তারিক-উল- ইসলাম তারেক, নগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রাকিব, সেলিম খান মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম সুমন, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া সাধারণ সম্পাদক এ. এন. এম মাসুম, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক মানিক, যুবদল অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ শিবলু, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইরুল কবির পিন্টু, কামরুল ইসলাম শামীম, মো. হাফিজুর রহমান, ইকবাল মোহাম্মদ মাসুদ, জিয়াউল হাসান, ফয়সাল আহাম্মদসহ অঙ্গসংগঠনের নেতারা।

এদিকে আরো নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিক্ট্রোরিয়া স্টেট (মেলবোর্নের) শাখার সভাপতি আখলাকুর রহমান রুপু ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কুমু, সাংগঠনিক সম্পাদক হাসান মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডারউইন স্টেট অস্ট্রেলিয়া কমিটির সভাপতি মো. মোস্তাফিজ-আল-মামুন এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ