ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

মেলবোর্নে আবিদ রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
মেলবোর্নে আবিদ রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত আবিদ রহমান স্মরণসভা

মেলবোর্ন প্রবাসী প্রয়াত সাংবাদিক, কবি, নাট্যব্যক্তিত্ব ও সমাজকর্মী আবিদ রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) আবিদ সুহৃদ সমাজের উদ্যোগে স্থানীয় পেনরোজ প্রমেনাড কমিউনিটি সেন্টারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহমেদ শরীফ শুভর পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবিদ সুহৃদ সমাজের সমন্বয়ক ড. শরীফ আস-সাবের।

আবিদ রহমানের আত্মার শান্তি কামনা দোয়া পরিচালনা করেন আবদুল কুদ্দুস।

আবিদ রহমানের লেখা থেকে পাঠ করেন রাজীবুল ইসলাম। কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন মনিরুজ্জামান শাকিল।

আবিদ রহমান স্মরণসভায় বক্তারাজীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন নুরুল ইসলাম খান, নুরুর রহমান আশেক ও ড. লুৎফর রহমান খান। সংগীত পরিবেশন করেন বর্ষা, মিথিলা, রুমকি, রুশো, ডলি ও মৃণালকান্তি দাস।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে থেকে ‘আবিদ রহমান স্মৃতি পদক ২০১৭’ দেওয়া হয়। মেলবোর্নে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে পথিকৃৎ ভূমিকা পালনের জন্য ড. লুৎফর রহমান খানকে এ বছর আবিদ রহমান স্মৃতি পদক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এএ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ