ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

তিন ঘণ্টা পর সৈয়দপুরে উড়েজাহাজ চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
তিন ঘণ্টা পর সৈয়দপুরে উড়েজাহাজ চলাচল স্বাভাবিক

নীলফামারী: তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুরের বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে শুক্রবার (২৭ জানুয়ারি)  সকাল ১০টা থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

দুপুর ১টার দিকে চলাচল স্বাভাবিক হয়। তবে এই সময়ে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশা কেটে গেলে দুপুর ১টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। তবে ঘন কুয়াশার কারণে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।
বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হয় বলে জানান লোকমান হোসেন।

তিনি আরও বলেন, আজ ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।