ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

অনলাইনেই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন বিমানের যাত্রীরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
অনলাইনেই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন বিমানের যাত্রীরা 

ঢাকা: যাত্রীদের সুবিধা ও সেবার মান বাড়াতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু করেছে।

বুধবার (১ মার্চ) বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের যে যাত্রীরা অনলাইনে (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস) মাধ্যমে টিকিট কিনবেন, প্রয়োজনে তারা অনলাইনেই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

টিকিট কেনার সময়ে ব্যবহৃত সংশ্লিষ্ট কার্ডটি অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি দিয়ে বিমানের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস-এর মাধ্যমে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। বিমানের ওয়েবসাইটে বুক ফ্লাইট (Book Flight) অপশনের মধ্যে ম্যানেজ মাই ট্রিপ (Manage My Trip) অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই ভ্রমণের তারিখ পরিবর্তন করা যাবে।   

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।