ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

কলকাতায় বিমানের চাকা পাংচার, ঢাকায় জরুরি অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
কলকাতায় বিমানের চাকা পাংচার, ঢাকায় জরুরি অবতরণ

ঢাকা: কলকাতা থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটের চাকা পাংচার হওয়ার ঘটনা ঘটেছে। তবে এটি নিরাপদে অবতরণ করতে পেরেছে।

সোমবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতীয় সময় ৯টা ১৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৯ ফ্লাইটটি কলকাতা রানওয়ে ছেড়ে আসার সময় এ ঘটনা ঘটে।

পরে উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।