ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

যাত্রীদের জন্য বিমানের নতুন র‍্যাম্প কোচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
যাত্রীদের জন্য বিমানের নতুন র‍্যাম্প কোচ

ঢাকা: যাত্রীদের বিমানবন্দর থেকে রানওয়েতে পৌঁছে দিতে নতুন অত্যাধুনিক ৫টি র‍্যাম্প কোচ যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৭ নভেম্বর) বিমানের একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

অত্যাধুনিক অটোমেটেড দরজা সম্বলিত, বিলাসবহুল কোচের এসব পরিবহন যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে বিমানবন্দরে যাত্রীদের যাতায়াতে আরামদায়ক অনুভূতি দেবে এসব কোচ।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বাংলানিউজকে বলেন, আমরা প্রথম ধাপে ৫টি র‍্যাম্প কোচ আনিয়েছি জাপান থেকে। এছাড়াও আরও কিছু কোচ আসবে। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য কর্মীদের শরীরে প্রতিস্থাপনের জন্য ক্যামেরাও আসছে। এছাড়া, আরও কিছু ইক্যুইপমেন্ট শীঘ্রই আসবে। আমাদের লক্ষ্য যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেয়া।

বাংলাদেশ সময়: ১৩১০ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমকে/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।